Tuesday, December 25, 2012
আমার গানের মালা
কারার ঐ লৌহকপাট,
গাজনের বাজনা বাজা,
ওরে ও পাগলা ভোলা,
নাচে ওই কালবোশাখী,
ওর নিশীথ সমাধি ভাঙিও না।
———–
এল বনান্তে পাগল বসন্ত।
——————
মোদের এই শিকল পরা ছল
তোদের বন্ধ কারায় আসা
ওরে ক্রন্দন নয় বন্ধন
এই রাঙামাটির পথে লো
ও বাঁশি বাজে বুকের মাঝে লো
মাদলীয়ার তালে তালে
চোখে ভালো লাগে যাকে
আমি পথ-মঞ্জুরী ফুটেছি আঁধার রাতে,
——————–
আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে।
কুহু কুহু কুহু কুহু কোয়েলিয়া
———–
কেন আনো ফুলোডোর
কেন মেঘেরো স্বপন
যবে শুকালো কানন
যদি আকাশ কুসুম
আছে বাহুরও বাঁধন
কেন আনো ফুলোডোর
খেলিছে জলদেবী সুনীল সাগর জলে
ঝিনুকের মেখলা কটিতে দোলে।।
খোদার প্রেমের শরাব পিয়ে বেহুঁশ হয়ে রই পড়ে
দক্ষিণ সমীরণ সাথে
————-
ধুলি-পিঙ্গল জটাজুট মেলে-
————
নিশি নিঝুম ঘুম নাহি আসে,
————–
Subscribe to:
Post Comments (Atom)










Post a Comment